Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চর ফলকন ইউনিয়ন

 

ক)ইউনিয়ন গঠনের ইতিকথাঃ

 

 ৫নং চর ফলকন ইউনিয়ন এর মূল ভূখন্ড ১৮৫৪ইং সালে মেঘনার বুকে জেগে উঠে। জনৈক ইংরেজ পর্যটক অসংখ্য বাজপাখি উড়তে দেখে ১৮৮৮ ইং সালে চরটি চর ফলকন নামে নামকরণ করেন। পরবর্তিতে ১৮৮৯ ইং সালে চর ফলকন নামে একটি মৌজা গেজেটভুক্ত করা হয়। ১৯০৩-১৯০৫ইং সালে ডিস্ট্রিক্ট স্যাটেলম্যান্ট ডি এস জরিপে চর ফলকন মৌজাটি বাকেরগঞ্জ জেলার ভোলা থানার অধীনে রেকর্ডভূক্ত হয়। নতুন এই চরে মেঘনা ও ভুলুয়া নদীর ভাঙ্গনে বাস্তুচ্যুত হয়ে বাকের গন্জ (বরিশাল ) জেলার দৌলতখান থানা ও তৎকালীন শাহবাজপুরের (ভোলা ) এবং নোয়াখালীর জেলার লক্ষ্মীপুর থানাধীন ফরাশগন্জ, কুশাখালী থেকে আসা কিছু পরিবার কৃষিকাজ ও বসতিস্থাপন করে।  ১৯১০ সালে  নোয়াখালী জেলার উত্তর হাতিয়া, ১৯১৫ সালে থাক সার্ভে তৎকালিন বাকেরগঞ্জ ( বরিশাল ) জেলাধীন দৌলতখান থানা এবং ১৯১৭ সালে রামগতি থানার অধীনে চর ফলকন মৌজা গেজেটভূক্ত করা হয়। ১৯৬১ ইং সনে পেটি সেটেলম্যান্ট (পি.এস) রেকর্ডে চর ফলকন মৌজাটি ১) চর ফলকন, ২) পূর্ব চর ফলকন, ৩) পশ্চিম চর ফলকন ৩টি মৌজায় বিভক্ত করে রেকর্ডভুক্ত করা হয় এবং ১৯৬১ইং সালে নোয়াখালী জেলাধীন রামগতি থানার চর জাঙ্গালিয়া ইউনিয়ন থেকে বিভাজন করে ৩টি মৌজা নিয়ে চর ফলকন ইউনিয়ন বোর্ড গঠন করা হয়। ডিয়ারা রেকর্ডে চর ফলকন ইউনিয়নের অধীন আরও তিনটি মৌজা ১) চর মাতাববর,২) চর কটোরিয়া, ৩) চর কৃষ্ণপুর সহ মোট ৬টি মৌজা রেকর্ড করা হয়। ১৯৯৩ইং সালে রিভিশন জরিপে ৩নং চর ফলকন ইউনিয়ন উল্লেখিত মৌজাগুলি রেকর্ড করা হয়। ১৯৭২ ইং সনে চর ফলকন ইউনিয়ন কাউন্সিল, ১৯৮৩ ইং সনে ৩নং চর ফলকন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ২০০৪ ইং সনে ৩নং চর ফলকন ইউনিয়নকে বিভাজন করে ইউনিয়নের উত্তর অংশকে ৫নং চর ফলকন ইউনিয়ন এবং দক্ষিণ অংশকে ৬নং পাটারীর হাট ইউনিয়ন হিসেবে দুটি ইউনিয়ন গঠন করা হয়।

 

খ) ইউনিয়নের ভৌগলিক অবস্থানঃ

পশ্চিমে মেঘনা নদী, ২নং সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রাম,লুধূয়া শাখা খাল। উত্তরে ৩নং চর লরেন্স ইউনিয়ন। পূর্ব দিকে ৭নং হাজির হাট ইউনিয়ন ও জারীর দোনা শাখা খাল। দক্ষিণে ৬নং পাটারীর হাট ইউনিয়ন।

 

গ) ইউনিয়নের আয়তনঃ

            ৫নং চর ফলকন ইউনিয়ন এর আয়তন ২৪ বর্গ কিলোমিটার।

ঘ) ইউনিয়নের খানা সংখ্যা- ৩৮০০, জনসংখ্যা- ১৮৪০১ (২০১০ সালের অনুযায়ী), মোট ভোটার-১০৬১৩।

 

ঙ) মোট ভূমির পরিমানঃ৩৪০০ একর, আবাদী ভূমির পরিমানঃ ২৩৮২ একর।

চ) মৌজা ও গ্রামঃ ৩টি মৌজা, ৯টি গ্রাম

 

৩) গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ

 

ক) ১নং ওয়ার্ড ( জাজিরা)-৩২০০ জন।

     খ) ২নং ওয়ার্ড জাপানী পাড়া- ২৩০০ জন।

       গ) ৩নং ওয়ার্ড ছেলামতনগর- ৪৪০০ জন।

ঘ) ৪নং ওয়ার্ড নুরীপুর- ২১০০ জন।

     ঙ) ৫নং ওয়ার্ড মাওলানা পাড়া- ২২০০ জন।

      চ) ৬নং ওয়ার্ড মহব্বত নগর - ২৫০০ জন।

ছ) ৭নং ওয়ার্ড হাবিবপুর- ৩৩০০ জন।

জ) ৮নং ওয়ার্ড রসুল পুর- ২৫০০ জন।

    ঝ) ৯নং ওয়ার্ড ওবায়েদ পুর- ৩৫০০ জন।

 

৪) যোগাযোগ ব্যবস্থাঃ

 

ক) পাকা সড়কঃ ১৭ কিলোমিটার,

খ) এইচবিবি সলিং- ৩ কিলোমিটার,

গ) কাচাঁ সড়কঃ ২০ কিলোমিটার,

 

৫) দশর্নীয় স্থানঃ

মেঘনা নদী।

 

) হাট বাজারঃ

ক) হাজির হাট পশ্চিম অংশ।

খ) লুধূয়া বাজার উত্তর অংশ।

গ) মাতাব্বর হাট পূর্ব অংশ।