Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
এক বছর পর ফলকন তথ্য ও সেবা কেন্দ্রে বাংলানিউজের উপকুল থেকে উপকুল ।
Details

লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে banglanews24.com এর উপকুল থেকে উপকুল এর রাত জাগা চোখ। গত এক বছর পূর্বে ফলকন তথ্য ও সেবা কেন্দ্রে বাংলানিউজের উপকুল থেকে উপকুল ফলকন তথ্য ও সেবা কেন্দ্র ঘুরে যান। আবার এক বছর পরে এসে ফলকন তথ্য ও সেবা কেন্দ্রের পরিবর্তন ও অগ্রগতির চিত্র দেখে যান। ফলকন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা বাংলানিউজকে বলেন  যে, গত এক বছরে তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে অনেকদুর এগিয়ে যাচ্চে। তার মধ্য-

১। রাত দিন তথ্য ও সেবা কেন্দ্র চালু রেখে জনগনের দোড়গোরায় ইন্টারনেট সহ ব্যপক সেবা পৌছে দিচ্চেন।

২। তথ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য ইউপি চেয়ারম্যান জেনারেল ওসমানী স্বর্ণপদক-২০১৪ লাভ করেন।

৩। উপজেলা ডিজিটাল মেলায় উপজেলা ভিত্তিক বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে ফলকন তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালক উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে প্রথম পুরুস্কার গ্রহণ করেন।

৪। ইউপি ও উপজেলা এবং জেলা প্রশাসনের একান্ত সহযোগীতায় ফলকন তথ্য ও সেবা কেন্দ্র ১০ টি ডেস্কটপ কম্পিউটার ও আনুসাঙ্গিক নিয়ে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেন। যার বর্তমান চলতি প্রশিক্ষানাথী  ৩৫ জন। এছাড়াও তারা উল্লেখ্যযোগ্য আরও কিছু সেবা দিয়ে থাকেন, টেলিটকে বিদ্যুত বিল পরিষদ, সকল প্রকার মোবাইল ব্যাংকিং সুবিধা, টাকা রিচার্জ, অনলাইনে বিভিন্ন আবেদনসহ নানা ধরনের সেবা সফলতার জন্য চালিয়ে যান।

Attachments
Publish Date
24/10/2014