Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চর ফলকনে বিদ্যালয়ে ভর্তিযোগ্য শিশুদের জরিপ চলছে
Details

সকল নাগরিকের শিক্ষা লাভের সুযোগ  সাংবিধানিক মৌলিক মানবাধিকার।সার্বজনীন প্রাথমিক শিক্ষা কর্মসূচী সফল বাস্তবায়নে চর ফলকনে বিদ্যালয়ে ভর্তিযোগ্য শিশুদের জরিপ চলছে। আপনার নিজের,বাড়ি ও প্রতিবেশীর শিশুর বয়স ৫ বছর পূর্ন হলে তার নাম,পিতা ও মাতার নামসহ নিকটববর্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের কাছে তথ্য দিন। আপনার শিশুকে বিদ্যালয়ে ভর্তি করুন এবং আপনার এলাকার সকল বিদ্যালয় ভর্তিযোগ্য শিশুদের শিক্ষা লাভের সুযোগ দানে সহায়তা করা নাগরিক/সামাজিক ও নৈতিক দায়িত্ব। চর ফলকন ইউনিয়নের ৫ বছর পূর্ন হয়েছে এমন কোন শিশু যাতে বিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বাদ না পড়ে সে বিষয়ে ইউনিয়নবাসীকে সহযোগিতার অনুরোধ করা হলো।

 

এ এন এম আশরাফ ‍উদ্দিন

চেয়ারম্যান

৫নং চর ফলকন ইউনিয়ন পরিষদ

কমলনগর,লখ্ষ্মীপুর।

০১৭১৮১১২৩০

Attachments
Publish Date
24/11/2013