Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Notice of Application for Maternity Allowance
Details

২০২৩-২০২৪ অর্থ বছরের মাতৃত্বকাল ভাতার আবেদন প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে চর ফলকন ইউনিয়ন পরিষদ তথ্য ও সেবা কেন্দ্রে আবদন করা যাবে। এ তারিখের পরে আসলে আবেদন করা যাবে না, পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে। আবেদন করতে যা লাগবেঃ - ১।আবেদনকারী এবং স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ২। ২কপি রঙ্গিন ছবি। ৩। বিকাশ, রকেট, নগদ, উপায় এবং যে কোন ব্যাংক একাউন্ট নিয়ে আসতে হবে। একাউন্ট গুলো সম্পূর্ণ ভাতা ভোগীর নামে হতে হবে। ৪। গর্ভকালীন সেবা কার্ড। ৫। আলট্রা সোনোগ্রাফির কপি আনতে হবে। ৬। ভাতা ভোগীর স্বাক্ষর।

Attachments
Publish Date
27/04/2024
Archieve Date
10/06/2024