Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৫নং চর ফলকন ইউনপর নতুন চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ
Details

২২ মার্চ ২০১৬ অনুষ্ঠিত প্রথম দপা ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়ন হতে চেয়া্রম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত হাজী হারুনুর রশিদ নৌকা প্রতিক ৭০৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত ইউপি সদস্যরা হলেন, ফয়জুন নেছা ( সংরক্ষিত ওয়ার্ড ১,২,৩), শাহীনুর বেগম ( সংরক্ষিত ওয়ার্ড ৪,৫,৬), নুর নাহার ( সংরক্ষিত ওয়ার্ড ৭,৮,৯), মোফাজ্জল হক মফু দেওয়ান ( ১নং ওয়ার্ড), কবির হোসেন রিয়াজ (২নং ওয়ার্ড), নজরুল ইসলাম খোকন ( ৩নং ওয়ার্ড), হাফিজ উল্যা ( ৪নং ওয়ার্ড), রেদওয়ান হোসেন রিপন ( ৫নং ওয়ার্ড), মো: হাফিজ উল্যাহ ( ৬নং ওয়ার্ড), হাজী আনোয়ার হোসেন হাওলাদার ( ৭নং ওয়ার্ড), মোসলেহ উদ্দিন (৮নং ওয়ার্ড), মহিউদ্দিন শিবলী ( ৯নং ওয়ার্ড)। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অভিনন্দন জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য মো. আবদুল্যাহ আল মামুন ও ৫নং চর ফলকন ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিন।

Images
Attachments