Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খ্যাতিমান সাংবাদিক ও লেখক সানাউল্যাহ নূরীর জন্মস্থান নূরীপুর
স্থান
চর ফলকন ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের জারিরদোনা শাখা খাল এর হাজির হাট-খায়ের হাট সড়কে এর পশ্চিম পাশে।
কিভাবে যাওয়া যায়
কমলনগর উপজেলা সদর হাজির হাট থেকে দক্ষিণ দিকে মেঘনা সিনেমা হল হয়ে হাজির হাট-খায়ের হাট সড়কের পাশে রিক্সা ও সিএনজি যোগে নূরীপুর যাওয়া যায়।দারুচিনি দ্বীপের দেশেসহ ভ্রমনকাহিনী,ছড়া,গল্প,উপন্যাস,কবিতা,সংবাদসহ অসংখ্য কালজয়ী লেখার জন্য খ্যাতিমান লেখক ও সাংবাদিক ছানা উল্যাহ নূরীর জন্ম। চর ফলকনের নূরীপুর গ্রামে। লেখকের জন্মস্থানে পিতার নামে ছেলামত উল্যা ফাউন্ডেশন ও মাতার নামে বেগম মনসুরা দারুল ফালাহ মাদ্রাসাসহ প্রাকৃতিক মনোরম পরিবেশ চর ফলকনের দর্শনীয় স্থান।
বিস্তারিত

দারুচিনি দ্বীপের দেশেসহ  ভ্রমনকাহিনী,ছড়া,গল্প,উপন্যাস,কবিতা,সংবাদসহ অসংখ্য কালজয়ী লেখার জন্য খ্যাতিমান লেখক ও সাংবাদিক ছানা উল্যাহ নূরীর জন্ম। চর ফলকনের নূরীপুর গ্রামে। লেখকের জন্মস্থানে পিতার নামে ছেলামত উল্যা ফাউন্ডেশন ও মাতার নামে বেগম মনসুরা দারুল ফালাহ মাদ্রাসাসহ প্রাকৃতিক মনোরম পরিবেশ চর ফলকনের দর্শনীয় স্থান।