Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

 ইউনিয়নের ভৌগলিক অবস্থানঃ

পশ্চিমে মেঘনা নদী, ২নং সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রাম,লুধূয়া শাখা খাল। উত্তরে ৩নং চর লরেন্স ইউনিয়ন। পূর্ব দিকে ৭নং হাজির হাট ইউনিয়ন ও জারীর দোনা শাখা খাল। দক্ষিণে ৬নং পাটারীর হাট ইউনিয়ন।

 

 ইউনিয়নের আয়তনঃ

            ৫নং চর ফলকন ইউনিয়ন এর আয়তন ২৪ বর্গ কিলোমিটার।

 ইউনিয়নের খানা সংখ্যা- ৩৮০০, জনসংখ্যা- ১৮৪০১ (২০১০ সালের অনুযায়ী), মোট ভোটার-১০৬১৩।

 

 মোট ভূমির পরিমানঃ৩৪০০ একর, আবাদী ভূমির পরিমানঃ ২৩৮২ একর।

চ) মৌজা ও গ্রামঃ ৩টি মৌজা, ৯টি গ্রাম

 

 গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ

 

ক) ১নং ওয়ার্ড ( জাজিরা)-৩২০০ জন।

     খ) ২নং ওয়ার্ড জাপানী পাড়া- ২৩০০ জন।

       গ) ৩নং ওয়ার্ড ছেলামতনগর- ৪৪০০ জন।

ঘ) ৪নং ওয়ার্ড নুরীপুর- ২১০০ জন।

     ঙ) ৫নং ওয়ার্ড মাওলানা পাড়া- ২২০০ জন।

      চ) ৬নং ওয়ার্ড মহব্বত নগর - ২৫০০ জন।

ছ) ৭নং ওয়ার্ড হাবিবপুর- ৩৩০০ জন।

জ) ৮নং ওয়ার্ড রসুল পুর- ২৫০০ জন।

    ঝ) ৯নং ওয়ার্ড ওবায়েদ পুর- ৩৫০০ জন।

 

 যোগাযোগ ব্যবস্থাঃ

 

ক) পাকা সড়কঃ ১৭ কিলোমিটার,

খ) এইচবিবি সলিং- ৩ কিলোমিটার,

গ) কাচাঁ সড়কঃ ২০ কিলোমিটার,

 

 দশর্নীয় স্থানঃ

মেঘনা নদী।

 

 হাট বাজারঃ

ক) হাজির হাট পশ্চিম অংশ।

খ) লুধূয়া বাজার উত্তর অংশ।

গ) মাতাব্বর হাট পূর্ব অংশ।