বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত দেশের বৃহত্তম মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গনে কমলনগর উপজেলাধীন ৫নং চর ফলকন ইউনিয়ন এলাকার বসতবাড়ী, ফসলী জমি, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ঘুণিঝড় আশ্রয় কেন্দ্র, হাট-বাজার, বেড়ী বাঁধ, স্লুচগেট সরকারি বেসরকারি স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সরকারি কোন প্রকল্প বাস্তবায়ন না থাকায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে স্থানীয় অনুদান সংগ্রহ করে নদী ভাঙ্গনের কবল থেকে ইউনিয়ন এলাকা রক্ষায় লুধুয়া জিও ব্যাগে বালির বাঁধ নির্মাণ করছে। এ কাজে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জিও ব্যাগ, বালি, শ্রম মজুরী, স্বেচ্ছাশ্রমসহ নগদ অর্থ সাহায্য প্রদানের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন দেশী বিদেশী সংস্থা,ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস