Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মেঘনার ভাঙ্গন ভয়াল রুপ নিয়েছে; পশ্চিম চর ফলকন গ্রাম বিলীন হতে যাচ্ছে।
বিস্তারিত

মেঘনার ভাঙ্গন ভয়াল রুপ ধারণ করেছে। নদীর তীব্র ভাঙ্গনে  লষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলার পশ্চিম ফলকন গ্রামটি বিলীন হতে যাচ্ছে। মেঘনার ভাঙ্গনে লুধূয়া  মাছঘাট নদী গর্ভে বিলীন হয়ে গেছে।এতে মাছ ব্যবসায়ী ও জেলেরা চরম বিপাকে পড়েছে। প্রতিদিন চর ফলকন গ্রামের কয়েক একর ফসলী জমি, গাছ পালা এমনকি বসতঘর চোখের পলকে নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। উপকুল জুড়ে চলছে মসজিদ, বসতবাড়ি,আশ্রয়স্থল ও ফসলী জমি হাড়ানো হাজারো মানুষের হাহাকার । চলতি মৌসুমে ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বেড়ী বাঁধ, স্লুইচ গেট, কয়েক কি:মি: কাঁচা-পাকা সড়ক স্থানীয় উদ্যোগে ভাঙ্গন প্রতিরোধে স্বেচ্ছাশ্রমে নির্মিত জিও ব্যাগে বালির বাঁধ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে মেঘনার ভয়াবহ ভাঙ্গনে চর ফলকনের ৫হাজার ঘরবাড়ি, ২০ হাজার একর ফসলী জমি বিলীন হয়ে গেছে। সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়ন এর সর্ববৃহত গ্রাম পশ্চিম চর ফলকন এর মাত্র ৫টি বসতবাড়ি মেঘনার ভাঙ্গনে বিলীন হতে নদী তীরে অপেক্ষা করছে।

 

এ এন এম আশরাফ উদ্দিন

সংবাদকর্মী ও চেয়ারম্যান

৫নং চর ফলকন ইউনিয়ন পরিষদ।

ছবি
ডাউনলোড