শিরোনাম
উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা, লক্ষ্মীপুর এর চর ফলকন ইউআইএসসি পরিদর্শন
বিস্তারিত
স্থানীয় সরকার শাখা, লক্ষ্মীপুর এর উপ-পরিচালক জনাব মোঃ আবদুর রউফ ২৩/০২/২০১৪ খ্রিঃ দুপুর ২.০০ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। কমলনগর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল,৫নং চর ফলকন ইউপি চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিন, ডি.এফ (এলজিএসপি-২) অঞ্জন কুমার দাস, চর ফলকন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
তিনি ইউনিয়ন এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিণিময় করেন। উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের সেবার মান দেখে ডিডিএলজি,লক্ষ্মীপুর সন্তোষ প্রকাশ করেন। তিনি তথ্য ও সেবা কেন্দ্রের সাফল্য সম্পর্কে অবহিত হন। ইন্টারনেট সেবা, মোবাইল ব্যাকিং, তথ্য ও সেবা কেন্দ্রের বিভিন্ন সেবা সমূহ এবং ইউআইএসসি ব্লগ ও ইউনিয়ন ওয়েব পোর্টাল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে জনগনের চাহিদা অনুযায়ী নতুন নতুন সেবা প্রদানের পরামর্শ দেন।