Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চর ফলকন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সাফল্য কথা
বিস্তারিত

 

চর ফলকন হাবিবপুর গ্রামের কৃষক আবদুস সালাম এর ছেলে মোঃ ইব্রাহিম (২০)  বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের সময় সাথে নাগরিক সনদ ছিল না। ইব্রাহিম মংলা থেকে সকাল ৮.৩০টায় চেয়ারম্যান আশরাফকে মোবাইল ফোনে জানাল, নাগরিক সনদের জন্য নৌবাহিনীতে যোগ দিতে পারছে না। ঢাকা অবস্থানরত চেয়ারম্যান আশরাফ ইব্রাহিমকে বলল, তুমি একটি কম্পিউটার দোকানে গিয়ে তাদের ই-মেইল ঠিকানা মোবাইলে মেসেজ করে পাঠাও। চেয়ারম্যান আশরাফ তার ব্যাগে থাকা নাগরিক সনদের ফরমে ইব্রাহিমের জন্য নাগরিক সনদ লিখে সিল মোহর স্বাক্ষর দিয়ে স্ক্যানিং করে ই-মেইলে তাৎক্ষণনক তার কাছে পাঠিয়ে দেয়। মাত্র ২০ মিনিটে ইব্রাহিম নাগরিক সনদ পেয়ে তা দাখিল করে নৌবাহিনীতে যোগ দেয়।

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে প্রয়োজনীয় কাগজ পত্র ও ছবি তুলে চর ফলকন রসুলপুর গ্রামের মোঃ জাফর আলম রাকিব (১৯) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তে সিপাহী হিসেবে চাকুরীতে যোগদানের করে। দুর্গম জনপদে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে তথ্য-প্রযুক্তির উন্নয়নে ছেলের চাকুরী হয়েছে বলে নুরুল হক মাঝির চোখে আনন্দের অশ্রু। নয়তো ছেলে বাবার সাথে নদীতে মাছ শিকারে যেতে হতো।

 রাকিবের মতো একই গ্রামের মৃত আবদুল মালেক মাঝির বখে যাওয়া ছেলে মিজানুর রহমান মিরাজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে রিক্রুটমেন্টে এর জন্য কৌতুহলবশত কুমিল্লায় লাইনে দাড়ায়। শারীরিক,স্বাস্থ্যগত ও অন্যান্য পরীক্ষায় উর্ত্তীর্ন হওয়ার পর কুমিল্লায় অবস্থান করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে তার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে চাকুরীতে যোগদান করে। অভাব অনটনের সংসারে মিরাজই এখন একটি পরিবারের টিকে থাকার অবলম্বন।

 চর ফলকন  হাবিবপুর গ্রামের হত দরিদ্র কৃষক আলমগীর এর ছেলে রাশেদ (২০) বাংলাদেশ সেনাবাহিনীতে রিক্রুটমেন্টের জন্য লাইনে দাড়াবে। চেয়ারম্যান আশরাফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মোবাইলে বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নীলক্ষেতে একটি কম্পিউটার দোকান যান। সেখান থেকে রাশেদের প্রয়োজনীয় কাগজপত্র  ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের ই-মেইলের মাধ্যমে সংগ্রহ করে ডাউনলোড শেষে প্রিন্ট কপিতে সিলমোহর যুক্ত স্বাক্ষর দিয়ে স্ক্যানিং করে পুনরায় ই-মেইলে তথ্য সেবা কেন্দ্রে পাঠিয়ে দেন।   চেয়ারম্যান এলাকায় না থাকলেও কাগজপত্র সংগ্রহ করে পরদিন সেনাবাহিনীতে রিক্রুটমেন্টে লাইনে দাড়াতে সমস্যা হয়নি। রাশেদ এখন বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহী হিসেবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এবং একটি দরিদ্র পরিবারে আর্থিক নিরাপত্তা রক্ষী।

 চর ফলকন জাপানী পাড়ার আলী করিমের ছেলে মামুন, একই গ্রামের কৃষক রুহুল আমিনের ছেলে প্রবাসী শ্রমিক ফারুক সৌদি আরবে কর্মরত অবস্থায় মৃত্যু বরন করেন। তাদের প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজী ও আরবী ভাষায় অনুবাদ করে ই-মেইল এর মাধ্যমে বিদেশে পাঠানোর ফলে পরিবার খুব সহজে তাদের স্বজনের লাশ ও পাওনাদী বুঝে পেয়েছে।

চর ফলকন ইউনিয়নের হাবিবপুর গ্রামের পাজাল বাড়ীর মৌলভী শাছুদ্দিন এর ছেলে মোঃ মাইন উদ্দিন রাজধানীর ঢাকা কলেজে ইংলিশে অনার্স পড়ার খরচ প্রতি মাসে ফলকন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাচ্ছে। মাইন উদ্দিনকে টাকার জন্য বাড়ি আসতে কিংবা অপেক্ষায় থাকতে হয় না। একই গ্রামের গুলু পাটারীর বাড়ীর ব্যবসায়ী সাজু হাওলদার লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত ছেলে মোঃ আলী আজগর সবুজ (২২) এর শিক্ষা ব্যয় মোবাইল ব্যাংকের এর মাধ্যমে নিয়মিত পাঠাচ্ছেন যখন যা প্রয়োজন।

 

 চর ফলকন গ্রামের আমেরিকা প্রবাসী ইনটেল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার নইমুর রহমান, অধ্যাপিকা জাহানারা বেগম, জার্মান প্রবাসী ফাহাদ ফারুক এর মতো স্কাইপির মাধ্যমে সরাসরি ভিডিও কলে ফ্রান্স, ইংল্যান্ড,দক্ষিন আফ্রিকা, সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত, সালতানাত ওমান থেকে অসংখ্য প্রবাসী শ্রমিক কথা বলছেন বাড়িতে রেখে যাওয়া মা-বাবা, বৃদ্ধ দাদা-দাদী, স্ত্রী-সমত্মান পরিবারের সদস্য ও গ্রামবাসীর সাথে।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘‘ একটি বাড়ি একটি খামার’’ চর ফলকন গ্রামে ২০১১ ইং সালে ২টি সমিতি গঠন করা হয়। সঠিক তথ্য না জানায়  তৎকালিন ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের প্রতারণা বাণিজ্য সমিতিগুলো এক বছরে ঋণ সাহায্য বিতরণ ছাড়া আর কোন কাজ করতে পারেনি। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণার চালানোর ফলে নিস্ক্রিয় এই সমিতিগুলো পুনরায় চালু হয়। আরও দুটি নতুন সমিতি গঠিত হয় গ্রামে। সেই সাথে একটি বাড়ি একটি খামার কমলনগর উপজেলায় ২০১১ ইং সালে গঠিত ২০টি সমিতি সচল হয় এবং নতুন ১৬ টি সমিতি গঠিত হয়।

 চাকুরী প্রার্থীগণ দেশের অভ্যন্তরে কিংবা প্রবাসে চাকুরীর জন্য ইমারজেন্সি মেশিন রেডিবেল পাসপোর্ট করা,পাসপোর্ট ফরমে ইউপি চেয়ারম্যানের সত্যায়িত ও নাগরিক সনদ, ছবি সত্যায়িত করা জন্য ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে আসেন। চেয়ারম্যান কমলনগর উপজেলা,লক্ষ্মীপুর জেলা শহর এমনকি ঢাকায় থাকলেও তাতে কারো কোন সমস্যা হয় না। ই-মেইল এর মাধ্যমে ফরম সত্যায়িত, ছবি সত্যায়িত, নাগরিক সনদ প্রদান সবকিছু হচ্ছে।

 হরতাল অবরোধে সড়ক যোগাযোগ বন্ধ।  ছাত্র/ছাত্রী লক্ষ্মীপুর জেলা শহর ও নোয়াখালী জেলা, সুদর ঢাকা,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যেমে ভর্তির আবেদন ফরম পূরণ করতে পারছেন। চাকুরী প্রার্থী এমনকি শিক্ষক নিবন্ধন এর জন্য আবেদন এখন চর ফলকন গ্রামে থেকে করা যায়।

 স্থানীয় পল্লী বিদ্যুত এর গ্রাহকদের বিল পরিশোধের জন্য কৃষি ও সোনালী ব্যাংকে গিয়ে সারাদিন লাইনে দাড়িয়ে থাকার ভোগান্তি থেকে মুক্তি মিলেছে চর ফলকন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে টেলিটক মোবাইলের মাধ্যেমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা সেবা কার্যক্রম চালু করার মাধ্যমে।

শুধু চর ফলকন ইউনিয়নই নয়, পার্শ্ববর্তী ইউনিয়ন সমুহের চাকুরীপ্রার্থীরা, প্রাইমারী স্কুলে সহকারী  শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে অন লাইনে ফরম পূরণ ও টেলিটক মোবাইলের মাধ্যেমে পরীক্ষার ফি পরিশোধ করতে পারছেন যাদের মধ্যে কয়েকজনের চাকুরী হয়ে গেছে।

 চর ফলকন গ্রামের চাকুরীপ্রার্থীদের নিয়োগ পরীক্ষা,  পাবলিক পরীক্ষার ফলাফল জানতে এখন আর কোন প্রকার বিড়ম্বনায় পড়তে হয় না। প্রতিষ্ঠান কিংবা কোন দপ্তরে দৌড়ঝাপ করতে হয় না। চর ফলকন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে পাবলিক পরীক্ষা ও নিয়োগ পরীক্ষার ফলাফল জানা এবং তা ডাউনলোড করে ফলাফলের প্রিন্ট কপি সংগ্রহ করা যায়।

চেয়ারম্যান আশরাফ এর মা সৈয়দা খাতুন কিডনী রোগে মুত্যুর পথযাত্রী। চিকিৎসার করানোর মতো আর্থিক স্বচ্ছলতা নেই তার। নিরুপায় চেয়ারম্যান আশরাফ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সাপোর্ট সার্ভিস ফর ভার্লানারেবল ডিজিজ এসএসভিডি ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ফরম ডাউনলোড করে কপি প্রিন্ট করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করে ৫০,০০০/= অনুদান সংগ্রহ করে মায়ের চিকিৎসা করান।

ছবি
ডাউনলোড