Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইলিশ উৎসবে মাতোয়ারা মেঘনার চর ফলকন
বিস্তারিত

দেশের বৃহত্তম মেঘনা নদীর লক্ষ্মীপুর জেলাধীণ কমলনগর উপজেলার চর ফলকন উপকুলে জেলেদের জালে ধরা পড়ছে চক চকে বুপালী ইলিশ।
স্বাদে,গন্ধে আর সৌন্দর্যে অতুলনীয় পৃথিবীর সবচেয়ে মজাদার ইলিশ মাছ শিকারে দিন রাত ব্যস্ত চর ফলকনের জেলেরা। সেই সাথে ইলিশ বেচা-কেনা,পরিবহন ও সংরক্ষরণ কাজে  ব্যস্ত ব্যবসায়ী,রিক্সা-ভ্যান,পিকআপ,মোটরসাইকেল চালক্ ও খন্ডকালিন শ্রমিক। সরবরাহ পর্যাপ্ত এবং দামেও সস্তা। তাই ইলিশ কেনার জন্য কমলনগর ‍উপজেলার বিভিন্ন অঞ্চল এমনকি লক্ষ্মীপুর জেলা সদর থেকে হাজার হাজার মানুষ ভিড় করছে চর ফলকনের লুধুয়া মাছঘাট এলাকায়। ইলিশ ভাজার মৌ মৌ গন্ধে চর ফলকন গ্রামবাসী ভাসছে বিপুল আনন্দে। মেঘনার ভাঙ্গন আতংকের মাঝে ইলিশ উৎসব কিছুটা স্বস্থি এনেছে চর ফলকন গ্রামে।

 

এ এন এম আশরাফ উদ্দিন,

সংবাদকর্মী ও চেয়ারম্যান

৫নং চর ফলকন ইউপি

ছবি
ছবি
ডাউনলোড