জয়িতা অন্বেষনে বাংলাদেশ এর আওতায় জেলা পর্যায়ে পাঁচ ক্যাটগরীতে লক্ষ্মীপুর জেলার প্রথম তিন ক্যাটাগরীতে কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নের জয়িতাদের জয় হয়েছে। লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের জয়িতারা হলো:
১। অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী: হেলেনা আক্তার, পিতা: বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, গ্রাম: চর ফলকন হাবিবপুর।
২। শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: ইয়াসমিন সুলতানা, (বিসিএস-৭ম ব্যাচ-যুগ্ম সচিব, শিল্প মন্ত্রণালয়) স্বামী: ড. রিজওয়ান খায়ের,
পিতা: মরহুম সানা উল্লাহ নূরী (লেখক ও সাংবাদিক,গ্রাম: চর ফলকন নূরীপুর।
৩। সফল জননী নারী: নুরুননাহার, স্বামী: মৃত ইব্রাহিম খলিল, পিতা: মৃত আবদুল গফুর, গ্রাম: চর ফলকন হাবিবপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস