লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন ৫নং চর ফলকন ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে। চলতি অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ছেলামত উল্যা সড়ক, মাতাব্বর হাট-কলেজ রোড,রমুলপুর বোয়ালিয়া তিনটি সড়ক মেরামত করা হয়েছে। বিশেষ কাবিখার আওতায় লুধুয়া মাছঘাট সড়ক, মতিউর রহমান দেওয়ান সড়ক, গাড়ীঘাটা সড়ক পুন:নির্মাণ করা হয়েছে। এছাড়া সাধারন কাবিথার আওতায় হাইস্কুল রোড পুন:নির্মাণ করা হয়েছে। র্টি.আর কর্মসূচী দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাশ্রমে মিনহাজ উদ্দিন মিঝি সড়কের কাজ চলছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস